আমিনুল ইসলামঃ
আজ বাঙ্গালী জাতির মহানায়ক, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন হয়ে ভারত ঘুরে ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি সদ্য স্বাধীন দেশে ফিরে আসেন। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বঙ্গবন্ধুর এই ঘোষণার পর ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত হামলা চালায়। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায় কারাগারে। স্বাধীনতাকামী জনতা দীর্ঘ নয় মাস মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করার পাশাপাশি বঙ্গবন্ধুর মুক্তির দাবিতেও বিশ্বব্যাপী জনমত গড়ে তোলে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় এবং বাংলাদেশ স্বাধীন হয়। তখন থেকেই বিশ্ব নেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। পরে পাকিস্তানি শাসকগোষ্ঠী বাধ্য হয় তাঁকে মুক্তি দিতে।
বাঙালি জাতির মহান এক বিজয়ের ফলেই বঙ্গবন্ধু নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাংলাদেশের মানুষের মধ্যে ফিরে আসেন। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর লন্ডন – দিল্লি হয়ে তিনি ঢাকায় পৌঁছান ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
সমগ্র বাঙ্গালী সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আবেগ অনুভূতি ভালোবাসাপূর্ণ হৃদয়ে বুকে জড়িয়ে নেন।পূর্ণতা পায় স্বাধীনতা।
Leave a Reply