4 June- 2023 ।। ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত”মানবিক পুলিশ সিএমপি”

মো:মাসুদুর রহমান (নিজস্ব প্রতিনিধি)চট্টগ্রাম-

অসহায়, আর্তমানবতার সেবায় উজ্জ্বল এক দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাহসী সদস্যরা।ছিন্নমূল, অসহায়, দুস্থ কাউকে মেডিকেলের বারান্দায়,রাস্তাঘাটে বা যেকোনো জায়গায় অসুস্থ্য অবস্তায় পড়ে থাকতে দেখলেই ছুটে যান,চিকিত্সা সেবা দেন নিজেদের উদ্যোগেই।সহায় সম্বলহীন অনাধ মানুষের পাশে দাঁড়ানো এ মহৎ উদ্যোগীরা হলেন সিএমপি বিভাগীয় পুলিশ হাসপাতালের কর্মরত সাত পুলিশ গর্বিত সদস্য- শওকত,মাঈনউদ্দিন,হান্নান,ইয়াসিন,রবিউল,মাহবুব ও এমরান।পুলিশ সদস্যদের মহতী এ কাজটি শুরু করেন” মানবিক পুলিশ টিম”এর টিমলিডার শওকত।মেডিক্যাল ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করা এ পুলিশ সদস্য ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে ২০০৯ সাল পর্যন্ত ঢাকায় কর্মরত ছিলেন। ২০১০ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যোগদান করেনএবং চট্টগ্রাম পুলিশ লাইনস্ত বিভাগীয় পুলিশ হাসপাতালে কর্মরত হন।এসময় তিনি জানান পুলিশ হাসপাতালের জটিল রোগীদের উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের দায়িত্ব পানতিনি।এমতাবস্থায় তিনি হাসপাতালের ফ্লোরে,বারান্দায়,রাস্তার আশেপাশে,ফুটপাথে অসহায় দুস্ত অসুস্থ রোগীদের বিনা চিকিত্সায় পড়ে থাকতে দেখলে নিজ উদ্যোগে সেবা করেন,উন্নত চিকিত্সার ব্যবস্থা করেন।তিনি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে একাজ করেন।বরং নিজ বেতনের অর্থ অকাতরে চিকিত্সায় ব্যয় করেন।এভাবে তিনি এককভাবে দীর্ঘ দুবছর এ কার্যক্রম পরিচালনা করার পর ২০১২ সালে টিমের অপর সদস্য মাঈনউদ্দীন যোগদান করে এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন।পরবর্তীতে টিমের অন্য সদস্যরা বিভিন্ন সময় যোগদান করেন।আজসারাদিনকে পুলিশ সদস্যরা জানান,আমরা যখন এ কাজ শুরু করি তখন নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে।অত্যন্ত গোপনীয়ভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হত কারন আমাদের মাঝে ভ্য় কাজ করত যদি পুলিশ ডিপার্টমেন্ট জেনে যায়।তাছাড়া আমরা প্রচারবিমূখ থাকতে চেয়েছি।শওকত আরও বলেন,পরবর্তীতে আমরা সিএমপি পুলিশ কমিশনার জনাব মাহবুবুর রহমান স্যারকে এ বিষয়ে অবহিত করি এবং বর্তমানে তিনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন।তিনি আরও জানান ইতিমধ্যে কমিশনার স্যার আমাদের মানবিক টিম হিসেবে স্বীকৃতি দিয়েছন এবং এক লক্ষ

টাকা দান করেছেন । উল্লেখ্য যে,উক্ত পুলিশ সদস্যদের আর্তমানবতার মহতী এ সেবা কার্যক্রমের স্বীকৃতিস্বরুপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মাহবুবুর রহমান বিপি পিপি এম কর্তৃক “”মানবিক পুলিশ টিম সিএমপি”হিসেবে ঘোষণা করেন এবং একটি তহবিল গঠন করেন যা বাংলাদেশ পুলিশ বাহিনী তথা সমগ্র উপমহাদেশে এ প্রথম উদ্যোগ। মানবিক টিমের সিনিয়র সদস্য মাঈনউদ্দীন আজ বলেন,আমরা নির্স্বাথভাবে মানবসেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।তিনি বলেন আমরা বর্তমানে জটিল রোগীসহ বিভিন্ন কাটা,পচনশীল রোগীদের চিকিত্সা সেবা প্রদান করছি।কোন কোন রোগীর এমন মারাত্মক অবস্থা হয়েছে যে ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের চিকিত্সা করতে নারাজ ছিল।আমরা এসব রোগীর চিকিত্সা করেছি,সেবা দিয়েছি।আমাদের পরোপকারী কাজে অনেক বাধা বিপত্তি এসেছে কিন্তু আমরা লক্ষ্যে ছিলাম অবিচল।আমাদের একটাই উদ্দেশ্য মানবতার কল্যাণে মানুষের সেবা করে যাওয়া।
মানবিক টিমের অন্যান্য সদস্যের নিকট তাঁদের আগামী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তাঁরা বলেন,আগামীতে আমাদের টিমকে আর বৃদ্ধি করব এবং আমাদের এ সেবা কার্যক্রমকে সম্প্রসারণ ও বিস্তৃত করার লক্ষ্যে আমাদের বদ্ধপরিকর। সিএমপির এ সাত জন্য পুলিশ সদস্যের মহতী এ উদ্যোগ সত্যিই প্রসাংশার দাবিদার।তাই এসকল সাহসী মানব প্রেমী পুলিশ সদস্য তাদের নিজ পুলিশ সংস্থার নিকট যেমন প্রসংশিত,তেমনই সারা বাংলাদেশের মানুষের কাছে আজ নন্দিত,মানবতার উজ্জ্বল উদাহরণে অলংকৃত,অনুপ্রাণিত বলে মনে করেণ সাধারণ মানুষ ও বিশিষ্টজনেরা।

Sharing is caring!





More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল
◑উপদেষ্টা মহোদয়➤ সোহেল সানি
◑নজরুল ইসলাম মিঠু ◑তারিকুল ইসলাম মাসুম ◑এডভোকেট হুমায়ুন কবির(আইন উপদেষ্টা)
প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: শফি মাহমুদ

বার্তা ও বানিজ্যিক সম্পাদক: বজলুর রহমান
প্রধান প্রতিবেদকঃ লাভনী আক্তার

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563, বার্তা সম্পাদক+8801716-414756
টপ