কবিতার শিরোনামঃ ডিসেম্বর এলে পালটে যায়
ডিসেম্বর এলে পালটে যায়-হতবিহবল বাংলাদেশ।
তেরোশত নদী,তমালতরুর উর্বর মাটি
বধ্যভূমির দেয়ালে পরিচিত ভোরবেলা-
চোখ রাখি-নতমুখে,শোক হতে জন্ম পায় শাদা পায়রা
কুয়াশার বুক ফুঁড়ে ওড়ে-অভিযান,মুখ-ছাপাখানা-সংগীত
আজ কবিতা লিখতে হবে,এই প্রহরে,সময় এসেছে
যে মহার্ঘ্য শব্দটি জমা রেখেছিলাম-কলমের স্টেনগানে
সে কথাটি বলছি-এখনো মা জেগে আছে
আজ বউ আমার পতাকা কিনতে গেছে-কালিগঞ্জ শহরে
কবিতার শিরোনামঃ পরপর খেলা
তোমাকে নগ্ন হতে বলিনি
মগ্ন হতে বলেছি
নিয়ম করে অভিমানের চোখে
ঘুমঘোর ভাঙা শিল্পের মতো-
তোমার উর্বর বুকে সিজদায় যাবো
বসন্ত কাতরে
জলভেঁজা পাথরে
গোলাপ হাতে বেহেস্ত সাজিয়েছি
Leave a Reply