ডেস্ক রিপোর্টঃ
বাঙালির গৌরবের ৪৯তম বিজয় দিবস উদযাপিত হতে যাচ্ছে মাত্র কয়েক দিন পর। আগামী ১৫ ডিসেম্বর (রবিবার) বিজয় দিবস উপলক্ষে রাজাকারদের তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, আমরা দীর্ঘদিন ধরেই মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের তালিকা প্রণয়নের কাজ করছি। ১৫ ডিসেম্বর এ তালিকা প্রকাশ করা হবে। তবে এটাই চূড়ান্ত তালিকা নয়। পর্যায়ক্রমে আরো তালিকা প্রকাশ করা হবে।
এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজাকারদের প্রথম তালিকা প্রকাশ করবেন।
Leave a Reply