প্রফুল্ল ভালোবাসার সকাল
বিন্দু বিন্দু শিশিরের পরশ
যেন অভিমানি ভালোবাসা,
কিন্তু সূর্য্যই পরাজয় হেতু ।
জীবনের কিছু কথা উড়ে উড়ে চলে সময়ের স্রোতে।
বাস্তবতা মানে অবিশ্বাস ।
চোখের জল ছিল কতই না উৎকন্ঠিত,
ফিরে যাবেনা কখন এই প্রত্যায়,
দুটি মনের সচঁরন ছিল সর্বদা সবুজের মাঝে ।
আজকাল কপাল পোড়া বিবেক!
কিছু কথা কিছু প্রতিশ্রুতি
হটাৎ মেঘের মতো
গল্পে পাওয়া রাজকুমার গল্পে বেশ
প্রতিশ্রুতিগুলো কল্পনাতে মনোরম
জীবনের কতো কথা,
বাসনা ব্যাকুলতা,উড়ে চলে কল্পনায়,
অজানা দেশের সুখের অট্রালিকা।
রাতের নিস্তব্ধতাকে নিরবতা ভেবে ,
নিঝুম চাঁদকে মনের যতো প্রশ্ন ,
এই জীবনের কতো না রং
কেন এতো চাওয়া,
চাঁদ সূর্যের খেলা দেখতে কতো সহজে !
বুঝলোনা
নিস্তব্ধ রাতে দাঁড়িয়ে থাকা সেই রমনীর
চোখের জলের রহস্য ।
তুমি আমি এই জীবন
পৃথিবী অদৃশ্য জীবনই শূন্য !
Leave a Reply