যার হাত পা
একটা অদৃশ্য শিকলে
থাকে বাঁধা
তাকে ইচ্ছা করলেই
যায়না পাওয়া
সে থাকে হয়ে অধরা
লোকালয় কোলাহল অথবা
খোলা আকাশের নিচে
সে বসতেও পারে না
সহজ মঞ্চে সহজে
এখনও যার একটা ভাষা
শুধুই নীরবতা
কত প্রশ্নের উত্তর
চোখের পাতায় লুকানো
দেখতে পাবে না সে
যার দৃষ্টি পড়েনি
চোখের গভীরে
এই শিকলও দেখেনা কেউ
এই শিকলের কালো মেঘের পরতে পরতে
বিশাল তালা লাগানো
যাকে খুঁজতে হলে ঢুকতে হবে
অন্তনীলের গহীনে।
এ তালা ভাঙ্গতে
কে আসবে বলো
এমন ঝড়ের কবলে
সে হতে পারে বিলীন
অথবা,সূর্যোআলোকের রশ্মি
যা মনের পথের দেখাবে দিশা
তুমি কি খুঁজে নেবে
এ তালার চাবিখানা।
Leave a Reply