তোমার কাছে আমার অনেক অতীত আছে।
ভাসা ভাসা লুকোচুরি অতীতগুলো।
মনে পড়ে, মনে পড়ে না অনেক স্মৃতি।
ডায়েরীতে লেখা আবেগী প্রলাপ
চিঠির গায়ে কলম ফালে প্রেম চাষাবাদ।
উর্বরতায় সার ছিটানো নানা উপমা
খরা মনে সজীবতায়।
সবুজ হৃদয়ে ফুটতো রঙিন ভালোবাসা ফুল।
ছুটে যেতাম প্রজাপতি মোহে যৌবনা পাপড়িতে।
কখনো ভ্রমর মৌমাছি ও নানা শুঁড়ে।
হতো মৌ বিলাস, ফুলের সাথে।
দোল রশিতে টান পড়েছে অবুঝ মনে
কখন কিভাবে কী হয়েছে বুঝার আগেই।
যেথায় যেতাম দৃষ্টি দিতাম, দৃষ্টি নিতাম।
হাটতে হাটতে পথ ফুরাতাম।
যেতে এবং আসতে পথে।
এমন অনেক অতীত আছে তোমার সাথে।
তুমি থাকলে ভয়ের রাতে মজা হতো।
বরং নিশি পাখির সাথে সুর মেলাতাম।
পাঁচটা দশটা পূজো বাড়ি, অজুহাতে ধর্ম পুঁথি বিয়ে বাড়ি।
পিকনিক বা শিক্ষা সফর।
বন্ধুর মতো, বন্ধু না ছাই, কিসের মতো কিসের মতো!
সম্পর্কটা ঠিক কি রকম।
গুছিয়ে বলতে পারছি নাতো।
কিন্তু অনেক অতীত আছে, তোমার সাথে।
তোমার কাছে আমার অনেক অতীত আছে।
Leave a Reply