9 June- 2023 ।। ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অসুস্থ খোকার দেশে ফেরার আকুতি, সদয় অনুমতি দিলেন প্রধানমন্ত্রী।

সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে দেশে ফেরাতে বাংলাদেশ মিশনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি জানিয়েছেন, নিউ ইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’-এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

রবিবার বেলা আড়াইটার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়টি জানিয়েছেন।

পোস্টের মাধ্যমে তিনি জানান, নিউ ইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’-এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই সেহেতু আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা।
সাদেক হোসেন খোকার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, তিনি (সাদেক হোসেন খোকা) এবং তার স্ত্রীর নামে মামলা আছে এবং গ্রেপ্তারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই) কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে যা জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে।

প্রসঙ্গত, বিএনপির এই নেতার পরিবারের আকুতির বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হলে তিনি এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেন। খোকার পরিবারের সদস্যবৃন্দ চেয়েছেন জীবন-মৃ’ত্যুর এই সময়ে যেন জন্মভূমির মাটিতে থাকতে পারেন খোকা, সরকার যেন একটু সদয় দৃষ্টি দেন।

উল্লেখ্য, গুরুতর অসুস্থ অবস্থায় নিউ ইয়র্কে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

এছাড়া সাদেক হোসেন খোকার পরিবারের পক্ষ থেকেও তাকে পাসপোর্ট প্রদান করে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। তবে আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাসপোর্ট প্রদান করার বিষয়টি উল্লেখ না করলেও ‘ট্রাভেল পারমিট’ প্রদানের বিষয়টি নিশ্চিত করলেন।

Sharing is caring!



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল
◑উপদেষ্টা মহোদয়➤ সোহেল সানি
◑নজরুল ইসলাম মিঠু ◑তারিকুল ইসলাম মাসুম ◑এডভোকেট হুমায়ুন কবির(আইন উপদেষ্টা)
প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: শফি মাহমুদ

বার্তা ও বানিজ্যিক সম্পাদক: বজলুর রহমান
প্রধান প্রতিবেদকঃ লাভনী আক্তার

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563, বার্তা সম্পাদক+8801716-414756
টপ