“পেষণ”
রবিউল ইসলাম রবি
শাসকের হাত রক্তে রঙিন
আমাদের চোখে ভয়!
বিবেকবানেরা দালাল হয়ে
আমুদে মেতে রয়!
পতিতা কণ্ঠে নীতি বাক্য
আইনের চোখে ফাঁকি;
সুভাস ফেলিয়া, বিষ্ঠা মাখিয়া
বিমোহিত হয়ে থাকি!
গন্ধ গ্রন্থি বন্ধ হয়েছে
সেতো বহুকাল আগে;
তবুও বিবেক আজও লাথি মারে
ক্ষিপ্ত অনুরাগে!!
চিৎকার করে আজও বলে ওঠে,
“এই সে বাংলাদেশ,
যুগে যুগে যেথা সৈরাচারের কণ্ঠ করেছে শেষ!”
বিবেকের দ্বার তালাবন্ধ
ঘুমে রই মহাকাল;
শাসকেরা তাই নগ্ন নৃত্যে
আমাদের এই হাল!
বুদ্ধিজীবীরা সব শালারা
থাকুক দালাল সেজে;
কবির কলম ঠিকই জেগে রয়
উঠবে দামামা বেজে!
ক্ষুদিরাম, সুকান্ত কিম্বা
নজরুল তক সবে,
লোভের কাছে হারেনি কখনও
বিবেক করেনি জবেহ্।
ন্যায়ের পথে, আজও একসাথে
মিলেমিশে একাকার;
বীর বাঙালী কখনও দমেনি
কেড়ে ন্যায় অধিকার!
আজও মাঝরাতে, কবিতার সাথে
কবি দেখ জেগে রয়!
কী করে এ জাতি হেরে যাবে বল?
মেনে নেবে পরাজয়!
Leave a Reply