ফুটবল খেলতে মাঠে চলি, মাদককে না বলি’ শ্লোগান নিয়ে পিরোজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯।
শনিবার সকালে এ ব্যাপারে জেলা স্টেডিয়ামের অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান।
তিনি জানান, জেলার মোট ৮টি দল নিয়ে পিরোজপুর জেলা স্টেডিয়ামে আগামী ২১শে অক্টোবর খেলার উদ্বোদন হবে।চলবে ১ নভেম্বর পর্যন্ত।
পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময়ে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব,পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, গৌতম নারায়ন রায় চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ প্রমূখ
Leave a Reply