9 June- 2023 ।। ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পিরোজপুরে ৩০৩ বোতল ফেনসিডিলসহ আটক প্রাথমিক শিক্ষক বরখাস্ত

ডেস্ক রিপোর্টঃ পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকা থেকে ৩০৩ বোতল ফেনসিডিলসহ আটক শিক্ষক মশিউর রহমান শুভকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) তাকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে। দুপুরের দিকে জেলা শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী মশিউর রহমান শুভকে বরখাস্তের আদেশ দেন।

পিরোজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মশিউর রহমান শুভ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিরত ছিলেন। রবিবার ফেনসিডিলসহ আটক হওয়ার পর তার বিরুদ্ধে মামলা হয়। সোমবার পিরোজপুর সদর থানা থেকে এ মামলার তথ্যাদি সংগ্রহ করে মঙ্গলবার সকালে তাকে বরখাস্তের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চিঠি দেওয়া হয়।

প্রসঙ্গত, পিরোজপুর সদর থানা পুলিশ গত রবিবার রাতে মশিউর রহমান শুভর ঝাটকাঠী এলাকার বাসায় অভিযান চালিয়ে তার কক্ষের বক্স খাটের নিচে অভিনব কায়দায় রাখা ফেনসিডিল এবং বাসার আলমারি থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে। পুলিশ এ সময় শুভ ও তার সহযোগী পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রণজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকে আটক করে।

মশিউর রহমান শুভ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, আটক শিক্ষক শুভ ও তার সহযোগী সঞ্জয় কুমার বসুকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুজনেরই রিমান্ডের আবেদন করা হয়েছে। বুধবার এ রিমান্ড শুনানি হবে।

Sharing is caring!





More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল
◑উপদেষ্টা মহোদয়➤ সোহেল সানি
◑নজরুল ইসলাম মিঠু ◑তারিকুল ইসলাম মাসুম ◑এডভোকেট হুমায়ুন কবির(আইন উপদেষ্টা)
প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: শফি মাহমুদ

বার্তা ও বানিজ্যিক সম্পাদক: বজলুর রহমান
প্রধান প্রতিবেদকঃ লাভনী আক্তার

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563, বার্তা সম্পাদক+8801716-414756
টপ