ডেক্স রিপোর্টঃপিরোজপুরের স্বরূপকাঠীর নারিকেলের ছোবরা থেকে আজ উপজেলার অনেক পরিবার স্ববলম্বী। এ ছোবরা রপ্তানী হচ্ছে দেশের বিভিন্ন স্থানে আর এ ছোবরা ব্যবহার করা হয় বিভিন্ন গাড়ির সিট, জাজিম তৈরি সহ বিভিন্ন কাজে। আমাদের যে কোন ধরনের খাবার তৈরির কাজে নারিকেল ব্যবহার করা হয়। এছাড়া নারিকেল ব্যবহার করা হয় তেল তৈরির কাজে। আর নারিকেলের অব্যবহৃত ছোলা পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অনেক কারখানায় সংগ্রহ করে তৈরি করছে একটি রপ্তানী যোগ্য পন্যে। উপজেলার সোহাগদল ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক ছোবরা কারখানায় দুই শতাধিক মহিলা পুরুষ কাজ করে আজ স্ববলম্বী হয়েছেন। এ সব কারখানা উপজেলা সহ পার্শবর্তী বিভিন্ন উপজেলা থেকে নারিকেলের ছোলা সংগ্রহ করে তা মেশিনে দিয়ে তৈরি করা ছোবরা। এ সব ছোবরা রোদে শুকিয়ে তা পাঠানো হয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। এ আব ছোবরা ব্যবহার করা হয় বিভিন্ন গাড়ির সিট, জাজিম তৈরি সহ বিভিন্ন কাজে। আর এ ছোবরা তৈরি করার সময় এ থেকে বের হয়ে আসে গুড়ি। আর এ গুড়ি ব্যবহার করা হয় স্থানীয় নার্সারী শিল্পে। আগে ছোলা থেকে ছোবরা তৈরির কাজে ব্যবহার করা হত লোহা জাতীয় জিতিস এখন ব্যবহার করা হয় বৈদ্যুতিক মেশিন।
আর এদিকে নেছারবাদ বিসিক শিল্প নগরীর কর্মকর্তা জনান, এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন পর্যাপ্ত বরাদ্দ। আর এ কারখানার মালিকেরা এ শিল্পকে এগিয়ে নেবার জন্য সরকারের কাছে সাহায্যের দাবী জানান।
Leave a Reply