বুক পকেটে পুরেছি জোৎস্না,
ঠোঁটে তুলেছি নিকোটিনিক বাজনা!!
রাতটা পড়ে আছে ঐ
একা বিদূর বুনোঝোপে,
নিশাচর স্বপ্নের দেয়ালে বসে,
মোমেরা গলছে
আগুনের রোমান্স…….
বিশ্বব্রহ্মাণ্ড গিলে নিয়ে,
জ্বলছে জীবন
এই বিজন পরবাসে।
অন্ধকার;রোমান্স বোঝো তুমি
কেবল আগুন বোঝনা!!
Leave a Reply