তবে চলো তাই হোক,
তোমাকে নিয়েই লিখে ফেলি কবিতা!!
নির্জন রাত্রিটি তুলে দেই তোমার হাতে,
তোমার দু’চোখে ফুটে উঠুক ফাগুনের নতুন ফুল….
বুকের ভাজে গেথে দেই ক্যাকটাসের আরতি আকুল!!!
তবে চলো তাই হোক,
আজ ভালোবাসি ফের
জীবনের ভুল পদ্য,
তোমার চিবুকে লিখে রাখি
ভুল যৌবনের ছন্দ…
তবে তাই হোক আজ সারারাত,
জোনাকির হৃদয় হয়ে চলো
আজ এলোমেলো করে দেই
তোমার অধরের রঙ,
দু হাতের রেখা,পায়ের আলতা
তোমাকে নিয়েই চলো,
আজ লিখে ফেলি কবিতা।।
Leave a Reply