নিঃশ্বাস বাঁচিয়ে
বিশ্বাস বাজি রেখে,
ঐ ক্লান্ত পথিক প্রাণ ;
চাতক চোখে খোঁজে আশ্রয়
খোঁজে প্রণয়,পরিচয়
“দে দে আশ্রয়
এনে দে প্রেম
খুলে দে দরজা”
ওর আগমনী উচ্ছাসে
হেসে উঠুক বিধাতা-প্রকৃতি
পূরণ হোক যত অধিকারের দাবি,
যেন বন্দির হাতে জেলের চাবি!
ও অনাথ,ভালোবাসাহীন,নীল
—বিষাক্ত
ও হতশ্রী,আশাহীন, বিভক্ত
“দে দে ঐ দু’চোখে
একেঁ দে স্বপ্ন
খুলে দে জানালা”
ওর নিঃশ্বাসে বিশ্বাসে
ফুটে উঠুক ভালোবাসা,বসন্তের ফুল
গেয়ে যাক সৌহার্দের গান
——-মুক্ত পাখিরা
উঠে আসুক গতি;নবধারা।।
[২.১০.২০১০ইং,ঢাকা]
কাব্যগ্রন্থ :এখানেও মেঘ হয় বর্ষা নামে
Leave a Reply