9 June- 2023 ।। ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নতুন করে আলোচনায় জায়েদ খানের ‘এক কয়েদির ডাইরী’

বিনোদন ডেস্কঃ
অনেকদিন পর ফের ‘অন্তরজ্বালা’ ছবিটি দিয়ে আলোচনায় আসেন পরিচালক মালেক আফসারী। ছবিটি মুক্তির আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। পাশাপাশি ছবির নায়ক জায়েদ খানও দর্শকদের সামনে নতুন ভাবে পরিচিত হয়েছেন। ‘অন্তরজ্বালা’ ছবিটির পর আবারো মালেক আফসারী নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘এক কয়েদির ডায়েরি’। নতুন এই ছবিতে আবারো দেখা যাবে জায়েদ খান ও পরীমনি জুটিকে।

ছবিটি প্রসঙ্গে মালেক আফসারী বলেন, ‘যারা অন্তরজ্বালা দেখেছেন তারা আবারো আসবেন এক কয়েদির ডায়েরি দেখতে। পুরোপুরি একটি অ্যাকশন চলচ্চিত্র এটি। আমরা একই টিম কাজ করবো এই ছবিটিতে।’ ‘অন্তরজ্বালা’ ছবিটির দর্শক গ্রহণযোগ্যতা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘দর্শকদের জন্যই চলচ্চিত্র। তারা দেখেছেন বলেই একটি ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ঠিক যেন ঈদের মতো একটা পরিবেশ ছিল। আশা করবো এখন এক কয়েদির ডায়েরিতে সবার এমন সাড়া পাবো।’

অন্যদিকে, ছবিটির নায়ক ও প্রযোজক জায়েদ বলেন, অন্তরজ্বালা আমার ক্যারিয়ারের নতুন মোড়। যারা আমাকে অভিনেতা হিসেবে স্বীকৃতি দিতেন না। তারাও ছবিটি দেখার পর আমাকে জড়িয়ে কেঁদেছেন। এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। এবার আমার প্রযোজনা সংস্থা থেকে ‘এক কয়েদির ডায়েরি’ নির্মিত হচ্ছে। শিল্পী সমিতির নির্বাচনের পর নভেম্বর থেকে আমরা শুটিংয়ে যাবো। সেই প্রস্তুতি এখন চলছে।আশা করি এই ছবিটি বাংলা চলচিত্রে একটি নতুন অধ্যায় যোগ করবে।

Sharing is caring!





More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল
◑উপদেষ্টা মহোদয়➤ সোহেল সানি
◑নজরুল ইসলাম মিঠু ◑তারিকুল ইসলাম মাসুম ◑এডভোকেট হুমায়ুন কবির(আইন উপদেষ্টা)
প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: শফি মাহমুদ

বার্তা ও বানিজ্যিক সম্পাদক: বজলুর রহমান
প্রধান প্রতিবেদকঃ লাভনী আক্তার

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563, বার্তা সম্পাদক+8801716-414756
টপ