তেঁতুলিয়ায় আওয়ামীলীগের শালবাহান ইউপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের শালবাহান ইউনিয়ন শাখার তিনটি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার শালবাহান ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান কালান্দিগজ ফাজিল মাদ্রাসার মাঠে বেশ উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী এই ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নটির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর নেতৃত্বে ৪, ৫, ৬ এই তিনটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল। তিনি, আওয়ামীলীগের নীতি-আদর্শ, দলের নেতা, কর্মী হওয়ার যোগ্যতাসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্যকন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলভাবে দেশ পরিচালনার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক জাহেদ আলী, জেলা উলামালীগের হবিবর রহমান, শালবাহান ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালু প্রমুখ। উক্ত তিনটি ওয়ার্ড কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২০জন প্রতিদ্বন্ধিতা করেন। এদের মধ্যে তিনটি ওয়ার্ডে মোট দুজন করে ৬জনের সভাপতি-সাধারণ সম্পাদক পদে অভিষিক্ত ঘটে। # ১০/১০/১৯
Leave a Reply