অনুভুতির মেয়াদউত্তীর্ণ ভালোবাসায়
ইচ্ছাগুলো ডানায় চড়ে উদোম গায়,
ফিরে আসে বারে বারে শুভ্র ফেনায়…
বন্ধকি চাষাবাদে বীজ বুনে শুদ্ধতায়
প্রেম প্রকাশের অমোঘ স্বপ্ন ঘিরে
যার বাস হৃদয় মানচিত্রের নীড়ে।
কুমারী প্রেমের গোড়াপত্তনে
ভালবাসার অসার পলিতে
আজ বুনেছো নষ্ট বীজ…
মৃত স্বপ্নের ছোঁয়ায়।
যে বীজের বাড়ন্ত গাছে প্রতি শাখে শাখে
চেয়েছো মহীরুহ ফুলপাতা,
শাখা – প্রশাখায় চেয়েছো সুমিষ্ট ফল…
প্রবল বাসনায় চেয়েছো
প্রেম প্রীতির একটি স্বপ্ন নীড়
সে বাসনায় দু’জনার ভালবাসায়
অবিশ্বাসে বিলায় জল হাওয়া ।
Leave a Reply