লিনা ইসলামঃ
আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে
‘কন্যা শিশুর অগ্রযাত্রা-দেশের জন্য নতুন মাত্রা।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানী দিয়েছেন।
বিশ্বে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এই দিবসটি পালন করা হয়। এর পর থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে।
দেশের উন্নয়নে নারীদের অবদান অনস্বীকার্য।সারাবিশ্বে পুরুষের পাশাপাশি নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের বিষয় প্রতিদিন আমাদের চোখে পড়ে।কাজেই দেশ জাতির উন্নয়নে কন্যাশিশুর সমান অধিকার নিশ্চিতকরণের বিকল্প নেই।একটা সময় ছিল যখন আমাদের দেশে লেখাপড়া,চাকুরী বা অন্যান্য ক্ষেত্রে কন্যাদের অধিকার থেকে বঞ্চিত করা হতো,বাল্যবিবাহ নামক ব্যাধি আমাদের সমাজে অহরহ ঘটতো।তবে এর সংখ্যা বর্তমানে অনেক কম।
দেশ বিদেশে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এর ফলে সমাজে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় কন্যাশিশুর উপর বৈষম্য অনেকটা কমে এসেছে।
তবে বর্তমানে শিশুধর্ষন সহ নানা ধরণের ব্যাধি সমাজকে কলঙ্কিত করছে।এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
এছাড়া ইভটিজিং সহ বিভিন্ন ব্যাধি মেয়েদের অগ্রযাত্রার জন্য বড় বাধা হয়ে দ্বাড়িয়েছে।
গতানুগতিক চিন্তাধারা থেকে বেড়িয়ে এসে চিন্তাচেতনার আদর্শিক পরিবর্তন আনতে পারলে কন্যাশিশুর অধিকার সংরক্ষিত হবে।এগিয়ে যাবে দেশ,এগিয়ে যাবে বিশ্ব।
Leave a Reply