9 June- 2023 ।। ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আওয়ামীলীগের আগেই চার সহযোগী সংগঠনের কাউন্সিল-ওবায়দুল কাদের।

ডেস্ক রিপোর্টঃআওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই দলের চার সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ চারটি সংগঠন হচ্ছে যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দিয়েছেন।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠক শেষে ওবায়দুর কাদের উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কেবল যুবলীগ নয় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগেই শ্রমিক লীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগকেও কাউন্সিল সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযান চলবে। দলের তৃণমূল পর্যায়ে যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো আছে সেগুলোতে নতুন কমিটি হবে। আমাদের দলের মধ্যে যেন কোনও অনুপ্রবেশকারী ঢুকতে না পারে এবং নতুন যে কমিটি হবে সেগুলোতে যেন তারা স্থান করে নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি। নতুন কমিটিতে যেন পরগাছা আগাছা স্থান না পায় সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অন্যদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Sharing is caring!





More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল
◑উপদেষ্টা মহোদয়➤ সোহেল সানি
◑নজরুল ইসলাম মিঠু ◑তারিকুল ইসলাম মাসুম ◑এডভোকেট হুমায়ুন কবির(আইন উপদেষ্টা)
প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: শফি মাহমুদ

বার্তা ও বানিজ্যিক সম্পাদক: বজলুর রহমান
প্রধান প্রতিবেদকঃ লাভনী আক্তার

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563, বার্তা সম্পাদক+8801716-414756
টপ