পিরোজপুরের কাউখালী থানা পুলিশ শাহীন শেখ(৩০) নামে এক রিক্সা চালকে আটক করেছে। এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে ঐ রিক্সা চালকে শনিবার উপজেলার বিআরডিবি অফিসের সামনে থেকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শাহীন শেখ কাউখালী উপজেলার বাশুরী গ্রামের রশিদ শেখের ছেলে। কাউখালী সরাকরি এস,বি বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণির এক ছাত্রীকে রিক্সা চালক শাহীন স্কুলে আসা যাওয়ার সময় যৌন হয়রানী করে আসছে। শনিবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে আসার সময় মহিলা কলেজের সামনের রাস্তায় পথ রোধ করে বিভিন্ন প্রকার কু-প্রস্তাব দেয় যৌন হয়রানী করার জন্য। ওইদিন সকালে এস,বি বালিকা বিদ্যালয়ে কাউখালী থানা পুলিশের উদ্যেগে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সভা করার জন্য কাউখালী থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম গেলে ঐ ছাত্রী তখন যৌন হয়রানির বিষয়টি জানালে করলে তাৎক্ষনিকভাবে থানা পুলিশ অভিযান চালিয়ে শাহীনকে আটক করে।
আরও জানা যায় ছাত্রীর পিতা হরিবর মন্ডল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহীনের নামে একটি মামরা দায়ের করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম যৌন হয়রানীর অভিযোগে শাহীন শেখকে আটকের কথা স্বীকার করে জানান যে, শাহীন শেখ(৩০) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আটক শাহীনকে রবিবার পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।
Leave a Reply