সন্ত্রাসী হামলায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ফারাজ আইয়াজ হোসেন গত ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় যে হামলা হয়েছিলো। হত্যাকারীদের নির্মমতার মুখে বন্ধুত্ব আর মানবিকতার প্রতীক হয়ে উঠেছিলেন ফারাজ আইয়াজ হোসেন। মৃত্যুঞ্জয়ী এ তরুণের আত্মত্যাগকে স্মরণ ও তাঁর আদর্শকে তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সোনালী অতীত ক্লাব আয়োজন করতে যাচ্ছে ফারাজ স্মৃতি আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা।
সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ থেকে তরুণসমাজকে দূরে রেখে সুস্থ সমাজ গঠন করায় অবদান রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন। গতকাল সংবাদ সম্মেলনে ফুটবলারদের মুখে ঘুরে বেড়াল এ টুর্নামেন্টকে ঘিরে সৃষ্ট হওয়া উন্মাদনার কথা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান, সাবেক ফুটবলার রকিবুল ইসলাম, টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী নাসিম এহসান আরিফ, ফারাজ হোসেন ফাউন্ডেশনের সহকারী ম্যানেজার তাহমিদ ইবনে মাজহার প্রমুখ।
Leave a Reply